আটপাড়া বিএনপি পরিবার ৬নং দুওজ ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ফজলুল করিম: নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিএনপি পরিবার ৬নং দুওজ ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় দুওজ বাজারে আয়োজিত এ সভার আয়োজন করে আটপাড়া বিএনপি পরিবার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া বিএনপি পরিবারের আহবায়ক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল কবীর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি পরিবারের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন শেখ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক মো. মোতাহার হোসেন খান মোতালিব, মো. আব্দুল মান্নান মনো, মোর্শেদ হাবিব ভুইয়া জুয়েল, এমজি হায়দার শামীম, নূরুল ইসলাম, ও মাহমুদুল হাসান খান জুলহাস।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও তেলিগাতী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুল হক চন্দন, নেত্রকোনা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর আবু বক্কর সিদ্দিক, তেলিগাতী সরকারি কলেজের সাবেক ভিপি ও ৬ নং দুওজ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, আটপাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল, আটপাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন তালুকদার, ২নং শুনই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব সুলতু, ৫নং তেলিগাতী ইউনিয়ন আমরা বিএনপি পরিবারের সভাপতি এখলাস উদ্দিন , সাধারণ সম্পাদক ক্বারী রহীছউদ্দীন, ৭নং সুখারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক ইমাম হোসেন মেহেদী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-নেতৃবৃন্দ।

প্রধান অতিথি খাইরুল কবীর তালুকদার বলেন, আমাদের এক্যবদ্ব থাকতে হবে , ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্য ছাড়া আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনা যাবে না। সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শফিকুল আলম খান লিটন। পরে ৬নং দুওজ ইউনিয়নের বিএনপি পরিবার শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, এবং সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়৷ সভাপতি হলেন: মো. জানু মিয়া, সাধারণ সম্পাদক মো. সাইকুল মিয়া, সাংগঠনিক সম্পাদক শামসুল হক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com