এটিএম আলী আহাম্মেদ: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আসাদনগর মধ্যপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়িপেটা করে হত্যা করেছে তাঁর পুত্রবধূ মাকসুদা আক্তার লিলি (২৮)। তিন সন্তানের জননী লিলি প্রথমে নাটক সাজিয়ে স্থানীয়দের জানান যে কে বা কারা শাশুড়িকে হত্যা করে বাড়ির উঠানে ফেলে গেছে। তবে রাত ১১টার দিকে পুলিশের জেরার মুখে হত্যার বিষয়টি স্বীকার করেন তিনি।
ঘটনার বিস্তারিত
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত পারুল বেগম স্থানীয় আব্দুল ওয়াহিদের স্ত্রী। ঘটনার সময় পারুলের স্বামী চিকিৎসার জন্য কুমিল্লায় ছিলেন। তাঁদের একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে শাশুড়ি-শ্বশুরের সঙ্গে লিলি ও তাঁর তিন সন্তান থাকত।
ওসি হাসান জামিল খান জানান, দীর্ঘদিন ধরে শাশুড়ি-পুত্রবধূর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব লেগেই ছিল। প্রায়ই বাকবিতণ্ডা হতো। ঘটনার দিন সন্ধ্যায় ঝগড়ার একপর্যায়ে লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে এবং মুখ ও মাথায় এলোপাথাড়ি পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগম মারা যান।
প্রতিবেশীদের বক্তব্য
প্রতিবেশীরা জানান, লিলি এর আগেও শাশুড়িকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। হত্যার পর মরদেহ উঠানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা হতবাক হয়ে পড়েন।
পুলিশের পদক্ষেপ
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘরের পরিবেশ ও লিলির কথার অসঙ্গতি থেকে তাঁকে সন্দেহ করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মুখে তিনি হত্যার দায় স্বীকার করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, পুত্রবধূ কর্তৃক শাশুড়িকে হত্যার এই মর্মান্তিক ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।