ভারতের ঘটনা বাংলাদেশের বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

বাসস : ভারতের ঘটনা বাংলাদেশের বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশে ধর্ষণ-গুম-হত্যার দৃশ্য-এমন দাবি করে একজন নারীর দেহ পড়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান করে শনাক্ত করেছে যে, এই ছবিটি বাংলাদেশের কোনো ঘটনার নয়; এটি আসলে ভারতের আসাম রাজ্যের ধেমাজি এলাকায় সংঘটিত এক ঘটনার দৃশ্য।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজবসহ ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com