স্টাফ রিপোর্টার : দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার প্রধান সম্পাদক এবং গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান গুরুতর অসুস্থ অবস্থায় গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ ৩ দিন যাবৎ তিনি বুকে ব্যথাজনিত সমস্যা নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। গতকাল ১৯ অক্টোবর পরিক্ষা করে তার ডেঙ্গু রোগ ধরা পরে।
তার রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত করেছেন দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার বার্তা সম্পাদক মোঃ কামরুল হাসান রনি। দৈনিক আজকের আলোকিত সকাল পরিবারের পক্ষ থেকে তিনি বলেন, আমরা আল্লাহপাকের নিকট দোয়া প্রার্থনা করছি যেন, আমাদের প্রধান সম্পাদক এম কাজল খান দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন, আল্লাহ তায়ালা দ্রুত তাকে সেফা দান করুক, আমিন।