পাকুন্দিয়ার,মান্দার কান্দিতে ডিভোর্সি স্ত্রীর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ,

মোঃ তাজুল ইসলাম বাদল -মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রীর পরকীয়া, ভয়ভীতি ও দা হাতে হামলার অভিযোগে এক স্বামী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার মধ্য মান্দারকান্দি গ্রামের মোঃ রমিজ উদ্দিন (৩৮) ১৬ বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক মধ্য খামা  গ্রামের মৃত শহীদ হোসেনের মেয়ে মোছাঃ পারভিন আক্তারকে (৪০) বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়।

অভিযোগে বলা হয়, কিছুদিন পর থেকে পারভিন আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্বামী তাকে বারবার এ সম্পর্ক থেকে বিরত থাকতে বললেও তিনি তা  অস্বীকার করেন। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক ও সামাজিক শালিস বৈঠক হয়। কিন্তু তিনি সম্পর্ক চালিয়ে যান। পরবর্তীতে বাধ্য হয়ে স্বামী রমিজ উদ্দিন স্ত্রীকে ডিভোর্স দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি পারভিন আক্তার ভোটার আইডি কার্ডের জন্য স্বামীর বাড়িতে এসে কার্ড না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে খুনের হুমকি দেন। এক পর্যায়ে দা হাতে আক্রমণ করারও চেষ্টা করেন। এতে  স্বামী চরম আতঙ্কে পড়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিষয়টি থানায় অভিযোগ আকারে জমা দেন।

ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে স্থানীয় বকুল মিয়া (৫০) ও আলম মিয়া (৪৮) সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা  হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com