কিশোরগঞ্জ ১ আসনে মাজাহারুল ইসলামের প্রার্থীতা ঘোষনা

মো: আবুল হোসাইন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর – হোসেনপুর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলা বি,এন,পির সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থীতার কথা ঘোষনা করেন।

তিনি বলেন, আমি এই জেলার রাজনীতিতে যুক্ত হয়েছি, মানুষের অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠার সপ্ন নিয়ে। কিশোরগঞ্জ পৌর যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে আমার পথ চলা শুরু। পরর্বতীতে আমি কিশোরগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক, পৌর বি,এন,পির তিনবারের সভাপতি, এবং তিন তিনবারের কিশোরগঞ্জ জেলা বি,এন,পির সাধারণ সম্পাদক হিসেবে  দায়িত্ব পালন করেছি। এই দীর্ঘ সময়ে আমি দল ও জনগনের জন্য কাজ করেছি, সততা, ত্যাগ ও নিষ্ঠাকে মূল ভিত্তি হিসেবে ধরে। কোন পদ পদবী আমার লক্ষ্য ছিলনা, লক্ষ্য ছিল মানুষের ভালবাসা অর্জন করা এবং তাদের অধিকার আদায় করা।

আজকের এই সংকটময় সময়ে, আমি বি,এন,পি ঘোষিত ৩১ দফা জাতীয় পূনঘটন কর্মসূচীকে বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করছি। এই ৩১ দফায় আমাদের জাতির মুক্তির রূপরেখা এখানে আছে গনতন্ত্র, ন্যায়বিচার,নাগরিক অধিকার ও উন্নত বাংলাদেশের প্রতিশ্রুতি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে কিশোরগঞ্জের মাটি ও মানুষের জীবন মান উন্নয়নে, দূনীতি রোধে এবং সূশাসন প্রতিষ্ঠায় প্রচেষ্ঠা চালাবো। তাই আজ আমি ১৬২ কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর – হোসেনপুর) আসনের প্রিয় জনগনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঘোষনা করছি আমি মো: মাজাহারুল ইসলাম ১৬২ কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমি রাজনীতিকে দেখি, মানুষের সেবা করার পবিত্র দায়িত্ব হিসেবে। আজ আমি প্রতিজ্ঞা করছি এই দায়িত্ব পালন করবো সততা, সাহস ও আর্দশের সঙ্গে। আমি বিশ্বাস করি, সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে সত্য ও ন্যায়ের রাজনীতির, আর সেই রাজনীতির নেতৃত্বে থাকবো আমি, আপনাদেরই মো:মাজাহারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com