মোঃ শাহ আলম সরকার : সাভার জিরানিবাজারে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১২ টা ৪৫ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এ সময় স্থানীয়রা আগুন নিভাতে ফায়ার সার্ভিস এর লোকদের সহায়তা করছেন। ফায়ার সার্ভিসের লোকজন রাতভর অক্লান্ত পরিশ্রম করে আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা দোকানের মালামাল সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। ভয় আর আতঙ্কে বাজার সংলগ্ন শতাধিক মানুষ রাস্তায় বেরিয়ে আসেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক ইউনিট একসঙ্গে কাজ করছে। তবে ঘন ধোয়া ও বাতাসের কারনে আগুন নেভাতে কিছুটা ব্যাগ পেতে হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। বেশ কয়েকটি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। রাত ৪ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।