বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় পিতা-মাতার মৃত্যুর ৪ দিন পর পুত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পিতা-মাতার মৃত্যুর ৪ দিন পর শনিবার দুপুর ১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেন মাসুদ রানা। গত ৬ অক্টোবর সোমবার বাস ও অটোরিকশার সংঘর্ষের দুর্ঘটনায় আহত মাসুদ রানা (৩০) সহ নিহতের সংখ্যা দঁাড়ালো ৫ জনে। রানা উপজেলার কালিকাপুর গ্রামের একই দুর্ঘটনায় নিহত আনসার আলী (৬০) ও মনোয়ারা খাতুন (৫০) দম্পতির পুত্র।

স্থানীয় ও পুলিশী সুত্রে জানা যায়, গত সোমবার দুপুরে দুর্ঘটনাস্থলেই মুত্যুবরণ করেছিলেন রানার পিতা আনসার আলী সহ ৩ জন। একই দিনে রাত ১১টায় তার মাতা মনোয়ারা খাতুন একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং ওই দুর্ঘটনায় আহত রানা (৩০) একই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীনছিলেন। রানার পিতা নিহত আনসার আলী উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে অফিস সহায়ক ছিলেন। দুর্ঘটনাস্থলেই নিহত আনসার আলীকে সোমবার রাত ৯টার দিকে ও তার স্ত্রী মনোয়ারা খাতুনকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে পাশাপাশি কালিকাপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছিল।

উল্লেখ্য নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি মোড় এলাকায় সোমবার দুপুর ২ টায় বাস ও অটোরিকশার সংঘর্ষের কবলে পতিত হয়েছিলেন মাসুদ রানা সহ ৪ জন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহত আনসার আলী নিজ বাড়ি থেকে তার স্ত্রী ও ২ ছেলে সহ অটোরিকশা যোগে মানিকপুর রানার শ্বশুর বাড়ি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় উপজেলার গুনাইহাটি মোড় এলাকায় পৌছালে দুর্ঘটনায় পতিত হন। একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। তবে একই অটোরিক্সায় থাকা ছোট ছেলে রাসেল (২৩) আশঙ্কামুক্ত রয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন লালপুর উপজেলার ধলা গ্রামের মৃত ইয়াদ আলী সরকারের ছেলে অটোরিকশার চালক মুনসুর আলী (৬২) ও মোঃ নওফেল উদ্দিনের ছেলে দশম শ্রেণির ছাত্র নয়ন হোসেন (১৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com