বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে থাকবে : এম, কফিল উদ্দিন আহমেদ

আরিয়ান ইসলাম হাসান : আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী এম, কফিল উদ্দিন আহমেদ।

তিনি ঢাকা -১৮ আসনের জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি’কে বিজয়ী করুন। এতে এলাকার সকল সমস্যা সমাধান ও নিরাপত্তা জোরদারে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এই বিএনপি নেতা ।

চাঁদাবাজদের হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আপনারা চাঁদাবাজদের একটি টাকাও চাঁদা দেবেন না। কেউ যদি চাঁদা নিতে আসে, তাহলে আমাদের জানাবেন; আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করবো।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) সন্ধ্যায় ঢাকা -১৮ আসনের উত্তরা ৬ নম্বর সেক্টর সংলগ্ন জয়নাল মার্কেট এলাকায় সর্বস্তরের মানুষের সাথে চাঁদাবাজি নির্মূল ও এলাকার নিরাপত্তা বিষয়ে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজদের উদ্দেশ্য করে মহানগর বিএনপি নেতা এম, কফিল উদ্দিন আহমেদ বলেন, কেউ চাঁদা চাইতে আসলে তাকে ধরে রাখবেন। এসময় অপরাধ ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। জনগন ও ব্যবসায়ীদের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এলাকাবাসী নিশ্চিন্তে ব্যবসা করবেন, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

উঠান বৈঠকে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিএনপির দলীয় নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। বৃহত্তর উত্তরা থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আরজ আলী’র সভাপতিত্বে উঠান বৈঠকে উত্তরা পূর্ব থানা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোঃ দুলাল সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com