ইবি থানা প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা প্রচারে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার মধুপুর পশুহাট ও মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ তারিখ বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তাঁর সাথে অংশ নেন জেলা বিএনপি, সদর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ কর্মসূচিকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিকনির্দেশনা। তারেক রহমান এই রূপরেখার মাধ্যমে জনগণের মালিকানা পুনঃপ্রতিষ্ঠার রোডম্যাপ দিয়েছেন।
তিনি আরও বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে, যেখানে থাকবে সাংবিধানিক ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তি এবং সুশাসনের নিশ্চয়তা। এ লক্ষ্য অর্জনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করা এখন সময়ের দাবি।
বক্তব্য শেষে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের সঙ্গে এই সরাসরি যোগাযোগ কার্যক্রম তাদের রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।