জাকির হোসেন সুজন,রংপুর : ৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু আজ ভোর ৭:১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, আনিসুর রহমান লাকু ঢাকা থেকে আসার সময় আজ সকালে তার অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে জীবিত রাখার যথাসাধ্য চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
রংপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং কর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার আকস্মিক মৃত্যু আমাদের জন্য একটি বড় ধাক্কা। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
রাজনৈতিক ও সামাজিক নানা স্তরে জনাব আনিসুর রহমান লাকুর অবদান স্মরণ করে শোক প্রকাশ করা হয়েছে। তার মৃত্যুতে রংপুর জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।