দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ অতিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ৪ দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন গাইবান্ধা জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় ।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল,সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব,গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন,“আমরা সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু দেখতে চাই। আমরা আর আশা নিয়ে আর থাকতে চাই না, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা তিস্তা এলাকার ২ কোটি মানুষকে আশাহত করেছেন।”

বক্তারা আরো বলেন,“ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অর্থনৈতিক ভাবে নতুন দ্বার উন্মোচন হবে উত্তরের পাঁচ জেলায়। আর কালক্ষেপন আমরা চাই না। দ্রুত যেন কাজ শুরু করা হয় এটি এখন আমাদের চাওয়া। তিস্তা নিয়ে প্রতিটি কর্মসুচি সফল করণে বিএনপির প্রতিটি নেতা কর্মী প্রস্তুত রয়েছে।”

রংপুর বিভাগের পাঁচ জেলায় একযোগে এই কর্মসুচি পালন করা হয়েছে। এছাড়া ৯ই অক্টোবর পাঁচ জেলার উপজেলা পর্যায়ে গণমিছিল ও সমাবেশ এবং ১৬ অক্টোবর নদী তীরবর্তী ১১টি স্থানে মশাল প্রজ্জলন করা হবে একযোগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com