সাংবাদিক তানভীর আহমেদের পিতা মোস্তফা হোসেনের দাফন সম্পন্ন,

মোঃ তাজুল ইসলাম বাদল, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি।  সাংবাদিক সিএনএন বাংলা টিভি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও মনোহরদী প্রেস ক্লাবের প্রচার সম্পাদক তানভীর আহমেদ (বাক্কী)র পিতা মরহুম মোস্তফা হোসেনের জানাজায় কয়েক হাজার মানুষের ঢল দেখা গেছে।

শনিবার সকাল ১১টায় নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা জান্নাতুল নাঈম পাবলিক কবরস্থান মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন হাফেজ শফিকুল ইসলাম রাজীব।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভা জামায়াতের আমির ও প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল সাখাওয়াত বাবু, মনোহরদীর সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর-রশিদ, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মোসাদ্দেকুর রহমান খান, নুরুল আমিন ফরাজী, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক তাজুল ইসলাম বাদল, সাংবাদিক কামাল উদ্দিন বাদল, সাংবাদিক দেলোয়ার সামি, বড়চাপা ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল মতিন মুক্তা, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন গোলাপ, বড়চাপা ইউনিয়ন জামায়াতের আমির ডাঃ শাহাজাদা পারভেজ, সাধারণ সম্পাদক মাওলানা এমরান হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক হাজার মুসুল্লী।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টায় বড়চাপা নিজ বাড়িতে। শ্বাসকষ্টজনিত রোগে মোস্তফা হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি….  রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ইলেকট্রিক ও ডিজেল ইঞ্জিনের প্রবীণ টেকনিশিয়ান ও প্রশিক্ষক ছিলেন। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে  বড়চাপা জান্নাতুল নাঈম পাবলিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com