চট্টগ্রাম বন্দর শতভাগ ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করবে : বন্দর চেয়ারম্যান

অর্থনৈতিক ডেস্ক :আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে চট্টগ্রাম বন্দর শতভাগ ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান। এজন্য তিনি সবাইকে প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকার আহ্বান জানান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) উদ্যোগে নগরীর টাইগারপাসস্থ নেভি কনভেনশন হলে এই সেমিনারের আয়োজন করা হয়।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এস. এম. মনিরুজ্জামান বলেন, বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের অধিকাংশ উন্নত বন্দর ও সামুদ্রিক অবকাঠামো দ্রুত ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তরিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ফাইভ-জি প্রযুক্তির ব্যবহার, উন্নত ইআরপি সিস্টেম, স্বয়ংক্রিয় টার্মিনাল ও ক্রেন ব্যবস্থাপনা। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরও নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে হবে। ইতোমধ্যে আমরা ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছি। অন্যান্য বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি।

তিনি বলেন, বাংলাদেশ তার মেরিন বা নৌপরিবহন খাতকে আধুনিকীকরণ ও সম্প্রসারণের মাধ্যমে প্রযুক্তিনির্ভর করে এগিয়ে নিয়ে যাচ্ছে। চট্টগ্রাম ও মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ, মোংলা ও পায়রা বন্দরের উন্নয়ন, মেরিটাইম একাডেমি ও ইনস্টিটিউট স্থাপন করে এই সেক্টরে বিশাল সম্ভাবনা তৈরি করা হচ্ছে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।

বিএমএমওএ সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com