গাজীপুর ক্রিসেন্ট জেনারেল হাসপাতালে ভুল রিপোর্ট প্রদান, সাংবাদিককে হুমকি ভুক্তভোগীকে চাঁদাবাজীর অপবাদ

মোঃ আশরাফুল ইসলাম: গাজীপুরের টঙ্গীতে গাজীপুর ক্রিসেন্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এক শিশুর ভুল রিপোর্ট প্রদান ও অভিযোগ করতে গেলে সাংবাদিকসহ অভিভাবকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী কাজী মামুন (৩৩) সোমবার টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাকলী (৪০), ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহমুদুল হাসান ফরহাদ (৪৫ )সহ ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মামুনের শিশু পুত্র কাজী তাবশীর (২ বছর ৪ মাস) এর জন্য জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় পরীক্ষা-নিরীক্ষা করেন।

সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর মামুনের সন্দেহ হলে তিনি উত্তরা ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-এ পুনরায় পরীক্ষা করান। পরে চিকিৎসক জানান, ক্রিসেন্ট হাসপাতালের একটি রিপোর্ট ভুলভাবে তৈরি করা হয়েছে।

এরপর ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে মামুন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এশিয়ান টিভির রিপোর্টার আরিফ চৌধুরীকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে বিষয়টি জানালে কর্তৃপক্ষ অভিযোগ আমলে না নিয়ে উল্টো অভিভাবক ও সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল, হুমকি ও অপমান করে হাসপাতাল থেকে বের করে দেয়। এছাড়া, ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ লোকসমাজে ভুক্তভোগীর বিরুদ্ধে চাঁদাবাজির অপবাদ ছড়াচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com