নারী নির্যাতনকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সুপ্রদীপ চাকমা

বাসস: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, নারী নির্যাতনকারী, ধর্ষণকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে অপরাধ কখনোই প্রশ্রয় পাবে না এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সকলের যৌথ প্রচেষ্টা অপরিহার্য।

আজ রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। 

সম্প্রতি খাগড়াছড়ি জেলার মহাজন পাড়া এলাকায় এক ছাত্রী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে যে উত্তেজনা ও নিরাপত্তাহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষাপটে এই সভা আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ছাত্রনেতা, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, ‘ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামে কোনোভাবেই সাম্প্রদায়িক সংঘাতের সুযোগ দেওয়া হবে না। এ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরো জোরালো ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ 

তিনি জোর দিয়ে বলেন, আইনের ভিত্তিতেই প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হন। সমাজে কোনো ধরনের অসহনশীলতা সৃষ্টি হওয়া একেবারেই কাম্য নয়।

তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রতি গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, ‘শিক্ষকদের অবশ্যই ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিভাবককেও সচেতন হতে হবে— নিজেকে, নিজের সন্তানকে ও সমাজকে ঠিক করতে হবে। সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলায় অভিভাবকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

উপদেষ্টা আরো বলেন, ‘আমরা চাই একটি অসম্প্রদায়িক সমাজ, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাজ করবে। এজন্য বাঙালি ও পাহাড়ি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে।’ 

তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা-পূর্ণিমা ধর্মীয় অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করেন। 

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা পুলিশ সুপার, ছাত্রনেতা, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সাংবাদিক ও ধর্মীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com