মো: এখলাছ হোসেন, আত্রাই, নওগাঁ : দুর্নীতি ও অ-ব্যবস্থাপনার দায়ে আত্রাই উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের ডা: রোকসানা হ্যাপিকে নিয়ে এলাকাবাসী অনেকটাই ক্ষুদ্ধ।
এলাকাবাসী জানান, আমাদের চিকিৎসার জন্য একমাত্র আস্থা আমাদের এই হাসপাতাল, অথচ লক্ষ্য করা গেছে ছোট থেকে বড় যে কোন সমস্যা হলেই আমরা যখন এই হাসপাতালে আসি চিকিৎসার জন্য তখন সরাসরি রাজশাহী সদর হাসপাতালে ট্রান্সফার করে দেয়।
আত্রাই উপজেলা চেয়ারম্যান খবির উদ্দিন বলেন, আত্রাই উপজেলাতে প্রায় আড়াই লক্ষ্য মানুষের বসবাস। অনেকদিন থেকেই এখানে চিকিৎসা নিতে আসা সকল রুগীকে রাজশাহীতে ট্রান্সফার করা হয়ে থাকে। তাছাড়া ভর্তি কিছু রুগী থাকে তাদের সঠিক সেবা দেওয়া হচ্ছেনা। খাবারের যে মান তা অনেকটাই নিম্ন মানের ও রুগীদের বেড সহ সব কিছুই অসাস্থ্যকর ও নোংরা। সরকার থেকে বরাদ্ধ্যের কোন ঘাটতি নেই ঘাটতি শুধু দায়িত্বরত চিকিৎসকের।
তিনি আরও বলেন, দায়িত্বরত চিকিৎসক ডা: রোকসানা হ্যাপিকে বার বার বলার পরেও সমাধানের চেষ্টা করার পদক্ষেপ নেননি। এছাড়াও রুগীদের ও রুগীর স্বজনদের সাথে খারাপ ব্যাবহার লক্ষ্যনীয়। এলাকাবাসী চায় সঠিক চিকিৎসা সেবা, ভালো ব্যাবহার। সেই সাথে (টিএইচও) ডা: রোকসানা হ্যাপির অপসারন কারন তারপ্রতি আএাইবাসী সহ উপজেলা চেয়ারম্যান খবির উদ্দিন এবং সাধারণ জনগন অতিষ্ট।