জাকির হোসেন সুজন, রংপুর : র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব)-১৩ এর মাদকবিরোধী অভিযানে মোট ৫৮.৯ কেজি গাঁজা, একটি মাদক পরিবহনকারী ট্রাক এবং চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৫/০৯/২০২৫ তারিখ রাত ১১.০০ ঘটিকায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন ৭নং পলাশী ইউপির মদনপুর সাকিনস্থ চা এর দোকানের সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসামীদ্বয়ের ব্যবহৃত ট্রাক তল্লাশীকালে সাদা বস্তার মধ্যে রক্ষিত ২৮.৮ কেজি গাঁজা এবং ০১ টি ট্রাক জব্দসহ আসামী ১। মোঃ বকুল হোসেন (৩৩), পিতা-হাজী মোঃ আবু সাঈদ মন্ডল, সাং-কাশিহাট, ইউপি-বনবাড়িয়া, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ এবং ২। সজিব আহমেদ আকন্দ (২৬), স্বামী-মৃত দুলাল আহমেদ আকন্দ, সাং-সোনারগাঁও, ইউপি-রঘুনাথপুর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অন্য একটি অভিযানে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৬/০৯/২০২৫ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডের মর্ডান মোড়স্থ মোঃ মনিরুজ্জামানের কনফেকশনারী দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১টি টিভির কার্টন এর মধ্যে রক্ষিত ২০.১ কেজি গাঁজা উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী ০১। মোছাঃ আয়েশা খাতুন (২৪), পিতা- আমিনুল ইসলাম, স্বামী- আরিফুল ইসলাম, সাং- উত্তর গোপালপুর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক আরো একটি অভিযানে ইং ২৬/০৯/২০২৫ তারিখ রাত ০৯.৪০ ঘটিকায় র্যাব-১৩, ব্যাটালিয়ান সদর রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্কের মোড় সংলগ্ন রিয়াম শপিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ আসামী মোঃ কবির হোসেন নয়ন (৩০), পিতা-মোঃ নুরনবী হোসেন, সাং-দৈইখাওয়া, ৪নং ওয়ার্ড, ইউপি-গোতামারি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।