জাকির হোসেন সুজনঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ২০২৫ খ্রিস্টাব্দে
বাংলাদেশ জামাতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ বিকেল ৩টায় ৫(পাঁচ) দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ বাজার গরুহাটি থেকে শুরু করে এবং প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা থেকে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সুস্পষ্ট করতে হবে এবং পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, কিশোরগঞ্জ উপজেলা জামায়াতে আমির জনাব আব্দুর রশিদ শাহ, সভাপতিত্ব বক্তব্য দেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও কর্মপরিষদ সদস্য, আক্তার হোসেন বাদল, উপজেলা জমায়াত ইসলামী সেক্রেটারি ফেরদৌস আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, রবিউল ইসলাম ও উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের আমির জনাব মাওলানা শিব্বির আহমেদ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মনজুরুল ইসলাম রতন সহ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্য হাফেজ মুনতাকিম বলেন, পিআর ছাড়া কিশোরগঞ্জের জনগণ নির্বাচন মেনে নিবে না জুলাই গণহত্যার বিচার তার সাথে সকল ফ্যাসিবাদের দোষদদের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না , সেই সাথে জুলাই আন্দোলনের দোসর ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব না।
বক্তারা আরো বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। প্রধান উপদেষ্টা যদি এই ন্যায্য দাবিগুলো অগ্রাহ্য করে, তবে বৃহত্তর আন্দোলনের সূচনা করা হবে।” বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি পালিত হবে।