আরিয়ান ওয়ার্সি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আটভরি স্বর্ণলংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার বংশাই ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুলাল পাল, উপজেলার পালপাড়া এলাকার তারাপদ পালের ছেলে। তিনি কালিয়াকৈরে বাজারের ন্যাশনাল ব্যাংকের নিচতলায় গ্রামীন জুয়েলার্স এর মালিক। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় দুলাল পাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।
বুধবার রাতে বংশাই ব্রিজে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার পথ গতিরোধ করে। এসময় তার সাথে থাকা স্বর্ণলংকার লুটের চেষ্টা করলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারীরা দুলাল পালকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আটভরি স্বর্নলংকার ও টাকা পয়সা লুট করে পালিয়ে যায়। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।