কুষ্টিয়া অফিস।। কুষ্টিয়া পৌরসভার অডিটোরিয়ামে চলছে জাতিসংঘের অধিবেশন! অংশগ্রহণ করছেন বিশ্বের বিভিন্ন দেশের পার্টিসিপেন্টরা। তারা কথা বলছেন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যঝুকি, শিক্ষা, নিরাপত্তা ও পরিবেশ রক্ষার বিভিন্ন ইস্যুতে। শিশু-কিশোরদের এই আয়োজন যেন জাতিসংঘের এক প্রতিরূপ।
বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া পৌরসভা অডিটরিয়ামে হোয়াইট পিস এসোসিয়েশন আয়োজন করে এমনই এক অনুষ্ঠানের। ডব্লিউপিএ মডেল ইউনাইটেড নেশনস এর আদলে এ অনুষ্ঠানে অংশ নেন কুষ্টিয়ার ছয়টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের চেয়ারপারসন ব্যারিস্টার সুইটি আহমেদ বলেন, এখানে শিশু-কিশোর বিভিন্ন দেশের চলমান সংকট ও সল্যুশনস নিয়ে যেভাবে আলোচনা করছিল, আমি তাতে অভিভূত। তারা সেই সব বিষয়গুলো ভাবছে, যা অনেক আগেই সরকারের ভাবনা চিন্তায় আনা উচিত ছিল।
তিনি বলেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। এখানকার শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। এই ধরনের অনুষ্ঠান লিডারশীপ তৈরিতে দারুণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ৪২টি টিমে তিন শতাধিক শিশুকিশোর অংশ নেন। তাদের প্রাণবন্ত পদচারণায় মুখরিত হয়ে ওঠে পৌরসভা প্রাঙ্গণ। শিশুরা বলছিল, এখানে এসে খুবই ভালো লাগছে। আমরা অনেক না জানা বিষয়ে শুনতে পাচ্ছি। অনেক বন্ধুও তৈরি হচ্ছে। আমরা নিয়মিত এমন অনুষ্ঠান চাই।
দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনের শেষাংশে বিচারকদের রায়ের ভিত্তিতে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদেরকে পুরুষ্কৃত করা হয়।