বিধি সংশোধন করে শাপলা প্রতীক বরাদ্দ দিতে ইসিতে এনসিপির আবেদন 

বাসস: শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে তালিকাভুক্ত করে জাতীয় নাগরিক পার্টি- এনসিপিকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা হয়েছে। 

আজ বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বরাবর নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধান সংশোধন করে শাপলা বরাদ্দ দেয়ার জন্য এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদন করা হয়েছে। ইসি সচিবের একান্ত সচিব মোঃ মোখলেছুর রহমান ইমেলে এই আবেদন করা হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন। 

আবেদনে বলা হয়েছে, ‘সম্প্রতি মাঠ পর্যায়ে সকল যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর এবং নিবন্ধনের সকল শর্ত প্রতিপালন করার ফলশ্রুতিতে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু গত ২৩ সেপ্টম্বর কমিশনের সিনিয়র সচিব সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে,  নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকায় শাপলাকে অন্তর্ভুক্ত করা হয় নাই। একারণে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেয়া যাবে না। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত ও বক্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক।’

সার্বিক বিবেচনায় আমরা আশা করি, নির্বাচন কমিশন ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী এনে জাতীয় নাগরিক পার্টি’র অনুকূলে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা থেকে যেকোন একটি প্রতীক বরাদ্দ করবে। নির্বাচন কমিশন এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন ও সকল দলের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে তাদের আগ্রহ জনমনে প্রশ্নবিদ্ধ না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com