ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

রোমান হোসেন, সাভার : ইভটিজিং এর প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ তিন জনের উপর ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩। এসময় অন্তত  ২০ থেকে ৩০ সদস্যর একটি দল মব সৃষ্টি করে এই হামলা চালায়।

মঙ্গলবার(২৩সেপ্টেম্বর) সন্ধায় নবীনগর-চন্দ্রা মহাড়কের গাজীপুরের কাশিমপুর থানাধীন কেপিজে হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।পরে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে  তিনজনকে  কেপিজে বিশেষায়িত হাসপাতালে  ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত সাংবাদিক  রুবেল আহমেদ প্রিন্স জানান, সন্ধায় নবীনগর-চন্দ্রা মহাড়কের খানা খন্দ নিয়ে প্রতিবেদন তৈরির কাজ করছিলেন তিনি। এসময় কিছু বখাটেকে সড়কে চলাচলরত কয়েকজন তরুনীকে উত্যাক্ত করতে দেখে তার প্রতিবাদ করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তারা এক ধরনের মব তৈরি করে হঠাৎ আক্রমন করে বসে। অন্তত ২০ থেকে ৩০ জনের একটি দল লাঠিসহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রুবেলসহ তার সাথে থাকা আরও ৩ জন আহত হন। এক পর্যায় মারধর থেকে বাচতে কেপিজে হাসপাতালের ফটকের ভিতরে আশ্রয় নিলে সেখান থেকে টেনে হিচরে বের করার চেষ্টা করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। কাশিমপুর থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফ ব্যাপারীর ভাতিজা রিমেলসহ তার অনুসারিরা এই হামলা চালায় বলে জানান রুবেল। হামলায় রুবেলের ডান হাত ভেঙে গেছে।

খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার আস্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com