আসকর আলি : অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিভিউশন কোম্পানি গাজীপুর জয়দেবপুর জোন।
দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিলো এমন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরির মারিয়ালি ও পশ্চিম বুরুলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এ-সময় পাঁচজন বাড়ির মালিক কে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাইপ ও চোলা খুলে নেওয়া হয়।
এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিভিউশন কোম্পানীর প্রকৌশলী মোস্তফা মাহবুবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।
এসময় আরো উপস্থিত ছিলেন৷ জয়দেবপুর জোনের জরুরী বিভাগের মেনেজার , শাহা এমদাদ হোসেন সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, উপসহকারী প্রকৌশলী মনি শংকর সহ জয়দেবপুর জুনের কর্মকর্তা। এসময় তিতাস গ্যাস জানায়, অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চলবে নিয়মিত