আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে পৌর পার্কের শহিদ মিনার চত্বরে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়।
কাউন্সিলে সভাপতি পদে ৩ জন,সাধারণ সম্পাদক পদে ৫ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দিতা করেছেন। ভোট গ্রহন হয় বেলা ১২টা হতে বিকেল ৪টা পর্যন্ত। সদরের ১৩ টি ইউনিয়নের মোট ৯২৩ জন ভোটার প্রত্যক্ষ ভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করেন। সভাপতি পদে ঘোড়া প্রতীকে ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন বাবু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আউয়াল আরজু ছাতা প্রতীকে পান ৩২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মাকছুদার রহমান আনারস প্রতীকে ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদুজ্জামান লিটন হরেন প্রতীকে পান ২১০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নূরে আলম সিদ্দিক দেয়াল ঘড়ি প্রতীকে ৩৬৬ ভোট এবং হারুন অর রশিদ মই প্রতীকে ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হন,তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. শাহ নেওয়াজ খান হারিকেন প্রতীকে পান ২৩৩ ভোট।
দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক নুরুল আজাদ মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক,জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল প্রমুখ।