নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গাইবান্ধায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে গাইবান্ধায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ শে সেপ্টেম্বর) সকালে গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে নির্বাচনের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কোর্সে (টট) চালু করা হয়। প্রশিক্ষণ বিষয়ক কোর্সটি তৃতীয় ধাপের উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক আবু সায়েম প্রধান,পুলিশ হেড কোয়াটার্সের‌ কর্মকর্তাগন,অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীসহ অনেকে। 

পরে প্রধান অতিথি ডিআইজি মোঃ আমিনুল ইসলাম প্রশিক্ষনার্থীদের নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি ও অর্জিত বাস্তব জ্ঞান প্রয়োগের ওপর গুরুতারোপ সহ তাদের মঙ্গল কামনা করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com