মোঃ আলম খান, মদন প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলায় আজ সোমবার সকাল ১১টার সময় মদন উপজেলা গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান।
মতবিনিময় সভায় সবার মতামত নেন কিভাবে মদন উপজেলাকে একটা উন্নয়নশীল উপজেলা করা যায়। মতবিনিময় সভায় এসময় উপজেলার রাজনৈতিক দলগুলো উপস্থিত ছিল।
মদন উপজেলাকে উন্নয়নের লক্ষ্য কাজ করার আশ্বাস দেন সবাই এখানে সবাই প্রত্যেকের মতামত বক্তব্য প্রকাশ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। এসময়
আরোও উপস্থিত ছিলেন, মদন উপজেলা বিএনপির সভাপতি এবং ইউপি চেয়ারম্যান নূরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃরফিকুল ইসলাম আকন্দ, মদন থানার ইনচার্জ সামছুল আলম শাহ,
সাবেক কমান্ডার বীর মতিউর রহমান, বীর আজ হারুল ইসলাম (হিরো),সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,নায়েবে আমীর ইদ্রিস মাস্টার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন (উজ্জ্বল), বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান(হাবিব), মদন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান (মিজান), এবং যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ। আরোও উপস্থিত ছিলেন জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, মোখলেছুর রহমান, ১নং কাইটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের (আজাদ),ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি,।
সকলেই বলেন, জেলা প্রশাসক মহোদয়কে এবং মদন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহেলিত মদন উপজেলাকে আপনাদের হাত ধরে উন্নয়নের বাতাস বয়ে যায়,সেই কামনা করি সর্বদা এবং আপনাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার, আমরা আপনাদেরকে সাহায্য করব।এবং যে কোন কাজে আপনিরা আমাদেরকে পাবেন। আমরা চাই আপনাদের হাত ধরে মদন উপজেলা একটি আদর্শ উপজেলা হোক।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সবার মতামত শুনে বলেন, মদন উপজেলা একটি অবহেলিত উপজেলা, এখানে উন্নয়নের ছোঁয়া নেই বললেই চলে। মদন উপজেলা অনেক রাস্তাঘাট এখনো হয় নাই। এবং মানুষ খুব কষ্টে বসবাস করছে। কিভাবে মদন উপজেলাকে একটি উন্নয়ন উপজেলা করা যায়,আইনের মাধ্যমে যা,যা,করা দরকার আমি তাই করব।মদন উপজেলায় মাদকের বিস্তার খুব ভয়াবহ, আমি দ্রুত মাদক অভিযান করাব এবং বাল্যবিবাহ বন্ধ করাব,শিক্ষা খাতেও মদন উপজেলা অবহেলিত, কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়,এই বিষয়ে সবার মতামত নেন, এবং দ্রুতই ব্যবস্হা করব।আপনেরা শুধু আমার পাশে থাকবেন। আমরা সবাই মদন উপজেলাকে একটি আদর্শ উপজেলা উপহার দিতে পারি সেই আশা ব্যক্ত করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মত বিনিময় সভা শেষ করেন।