সাঘাটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ্ তমালের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী,উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম হোসেন মন্ডল,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মঈন প্রধান লাবু,সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ডাঃ দ্বিজেন্দ্রনাথ পাল,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম কুমার চন্দ্র,সাধারণ সম্পাদক দোলন কুমার বকশি প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গোয়েন্দা বিভাগের সদস্য,সেনাবাহিনীর প্রতিনিধি এবং মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,“দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণভাবে সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এছাড়াও পূজামণ্ডপে বিদ্যুৎ,পানি,নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।

উপজেলা প্রশাসনের তথ্যমতে,উপজেলার ১০টি ইউনিয়নে ৫৩টি পূজামন্ডপে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com