ভালুকায় কবর থেকে মানবদেহের কঙ্কাল চুরি

 ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের  ভরাডোবা গ্রামে পারিবারিক কবরস্থান থেকে দুইটি মানবদেহের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভরাডোবা গ্রামের মোস্তাকুল আলম মাস্টারের স্ত্রী রিনা আক্তার দুই বছর আগে মারা যান এবং তার মা রহিমা খাতুনও ছয় মাস আগে মৃত্যুবরণ করেন। মা ও স্ত্রীকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। সোমবার রাতে  দুর্বৃত্তরা করবরস্থানের ওই দুটি কবরের মাটি খুঁড়ে কংকাল চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার   সকালে স্থানীয়রা কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে জানায়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। মোস্তাকুল আলম জানান, গতকাল রাতে কে বা কারা কবর খুড়ে আমার মা এবং স্ত্রীর কঙ্কাল চুরি করে নিয়ে যায়।  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com