মনোহরদীতে দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা ও আর্থিক অনুদান বিতরণ

মোঃ তাজুল ইসলাম বাদল, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা ও পূজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সভায় তিনি বলেন, সম্প্রীতির বার্তা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এই সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ আমাদের অক্ষুণ্ন রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলার ৫৩টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন হারুনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি গোলাম মোস্তফা, পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফুটন, কাচিকাটা ইউনিয়নের সভাপতি এস এম ফারুক হোসেন, বড়চাপা ইউনিয়নের সভাপতি অধ্যাপক গোলজার হোসেন গুলশান, দৌলতপুর ইউনিয়নের সভাপতি ফারুক আকন্দ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস ছামাদ আকন্দ বকুল, সদস্য সচিব মামুন মিয়া, উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক রাজীব রায়, যুগ্ম আহ্বায়ক সুকুমল মোদক, সদস্য সচিব স্বপন রায় প্রমুখ।বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com