মাহবুব আলম জুয়েল : “অন্যায়ের সঙ্গে আপোষ নয়” — এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে অনুষ্ঠিত হলো নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা আয়োজিত নারী, শিশু ও যুব কল্যাণ বিষয়ক আলোচনা সভা ও ২০২৫-২৬ অর্থবছরের সম্ভাব্য বাজেট ঘোষণা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল রানা। তিনি বলেন, “নারী, শিশু ও যুবদের উন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে।”
প্রধান বক্তাদের বক্তব্য: এস এম মোমিনুর রহমান বলেন, “সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সংস্থার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।” প্রদীপ দেবনাথ (সভাপতি): “আমরা নারী, শিশু ও যুব কল্যাণের মাধ্যমে একটি উন্নত ও কল্যাণমুখী সমাজ গঠনে কাজ করছি। নতুন বাজেটেও এই খাতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। সমাজের প্রতিটি স্তরে কল্যাণ পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। সরকার ও বেসরকারি খাতসহ সবাইকে এগিয়ে আসতে হবে।” এস এম তাহমিনা (মহিলা বিষয়ক সম্পাদক): “নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
সাধারণ মানুষের প্রতিক্রিয়া: স্থানীয়রা সংগঠনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, “সরকারি-বেসরকারি সহযোগিতা থাকলে এই সংগঠন সমাজ উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবে। এমন উদ্যোগে অপরাধ কমবে, সমাজ আরও সুসংগঠিত হবে।”