ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

বাসস: ঝটিকামিছিলের প্রস্তুতিকালে গতকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও ও তেজগাঁও থানা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালী জেলার বাউফল থানা ছাত্রলীগ কর্মী মো. আবির হোসেন (১৯), বাউফল থানার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আকিদুল ইসলাম সানজিদ (২০), রাজধানীর মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান (২৬), ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৮) ও খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য মো.আনোয়ার হোসেন বাবু (৪৮)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য  জানানো হয়।

এতে বলা হয়, গতকাল দুপুর পৌনে ২ টার দিকে তেজগাঁও থানার কারওয়ানবাজার পেট্রোবাংলার অফিসের গেটের সামনে রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাত অনেকজন সদস্য জড়ো হয়। তারা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে তেজগাঁও থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ আবির হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে।

একই দিন দুপুর আনুমানিক দেড়টার দিকে আকিদুল ইসলামকে গ্রেফতার করে।  অন্যরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা দায়ের করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুরে খিলগাঁও থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, খিলগাঁও থানায় (১৫ সেপ্টেম্বর) ঝটিকা মিছিলের ঘটনায় অংশগ্রহণকারী সন্ত্রাস বিরোধী আইনের আসামি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুইজন সদস্য খিলগাঁও থানা এলাকায় অবস্থান করছে। পরে গতকাল বিকাল আনুমানিক ৫ টা ৫ মিনিটের দিকে প্রভাতীবাগ এলাকায় অভিযান চালিয়ে আরিফুর রহমান ও তাহমিদুল হাসানকে গ্রেফতার করে। অন্যদিকে রাত আনুমানিক ৯টার দিকে খিলগাঁও খানা রোড এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com