জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হলেন এম কাজল খান

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও সুপরিচিত সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক এম কাজল খান। সম্প্রতি ঘোষিত জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়। তার এই নির্বাচিত হওয়ার খবরটি সাংবাদিক মহলে বেশ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

একজন নিবেদিতপ্রাণ ও নির্ভীক সাংবাদিক হিসেবে এম কাজল খানের পরিচিতি দীর্ঘদিনের। সাংবাদিকতার নীতি ও মূল্যবোধ রক্ষায় তিনি বরাবরই সোচ্চার। বিভিন্ন সময়ে সাংবাদিকদের অধিকার আদায় এবং পেশাগত মানোন্নয়নে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

নিজের এই নতুন দায়িত্ব প্রসঙ্গে এম কাজল খান বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের মতো একটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত এবং একই সাথে সকলের প্রতি কৃতজ্ঞ। আমার ওপর আস্থা রাখার জন্য সংগঠনের সকল সদস্য এবং কেন্দ্রীয় কমিটির প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, “আমি এই দায়িত্বকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি এবং সাংবাদিকদের কল্যাণে আমার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো। সংগঠনকে আরও গতিশীল করতে এবং সাংবাদিকদের ন্যায্য দাবি আদায়ে আমি সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

সংস্থার জ্যেষ্ঠ সদস্যরা এবং সাংবাদিক মহল আশা করছেন, এম কাজল খানের নেতৃত্বে জাতীয় সাংবাদিক সংস্থা আরও শক্তিশালী হবে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তারা মনে করছেন।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা দেশের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com