পূর্বধলায় সাব-রেজিস্ট্রার ভবনের বেহাল দশা!

প্রিয়া খান, নেত্রকোনা : ধসে যাওয়ার মুখে ঢলে পড়ছে পূর্বধলার সাব-রেজিস্ট্রার অফিস। প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে অফিস চালাচ্ছে কর্তব্যরত অফিসকর্মীরা। বছরে প্রায় লক্ষাধিক মানুষের আগমন ঘটে এই সাব-রেজিস্ট্রার অফিসে।

এই বিষয়ে সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান তিনি মার্চের শেষের দিকে পূর্বধলা সাব-রেজিস্ট্রার অফিসে যোগদান করেছেন। তিনি এখানে এসে দেখতে পেয়েছেন, অবকাঠামো বিল্ডিং। যেটা মোটামুটি ব্যবহারের অনুপযুগী বলা চলে। যদিও ভবনটি স্থাপিত হয়েছে ২০০১ সালে। কিন্তু এখানে হয়তো নিম্নমানের কাজ করা হয়েছে। বড় ধরনের সংস্কারের প্রয়োজন। ভবনটির এই বেহাল অবস্থা দেখে তিনি চিন্তিত ও শঙ্কিত হয়ে আছেন।

তিনি জানান যে, ২০০১ সালে এই ভবনটি নির্মাণ হাওয়া সত্বেও এজলাস রুমের পাশের দেয়ালটি প্রায় ৩-৪ ইঞ্চি ডেবে গেছে। এই দেয়ালটা যেকোনো সময় ধসে পড়ে যেতে পারে। এ ছাড়া পাশের রুমের দেয়ালগুলো আরা আড়ি ভাবে ফাটা। । এটা যদি ভেঙে পড়ে যায় তাহলে রেকর্ড রুমটাও উন্মুক্ত হয়ে যেতে পারে। এই ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে জীবন নাশের লক্ষণ দেখা দিয়েছে। যেহেতু এই অফিসটা জনবহুল অফিস। তাই এটা দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে তিনি বলেন।

তিনি আরো বলেন যে, জেলা সাব-রেজিস্ট্রার স্যারের নির্দেশে উপরের দিকে আসন সংস্লিষ্ট প্রত্যেকটা প্রতিষ্ঠানে যোগাযোগ করেছেন। তারা তাদের আশ্বাস দিয়েছেন। অফিস কর্মী এবং জনগণের জীবননাশের কথা চিন্তা করে তিনি গণমাধ্যম কর্মীদের মাধ্যমেও জানিয়েছেন যেন এই ভবনটির সংস্কারের কাজ দ্রুত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com