ডেস্ক রিপোর্ট : রোমানিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশ ছিল ইউক্রেনের ‘উস্কানিমূলক’ ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোর রাষ্ট্রদূতকে তলব করার পর রোমানিয়ার রুশ দূতাবাস এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাষ্ট্রদূত ভ্লাদিমির লিপায়েভ বলেছেন, অনুপ্রবেশের ঘটনায় রাশিয়াকে দায়ী করার রোমানিয়ার অভিযোগ ‘ভিত্তিহীন’। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সমস্ত তথ্য দেখে মনে হচ্ছে যে এটি ছিল কিয়েভ সরকারের ইচ্ছাকৃত উস্কানিমূলক ঘটনা।