ভালুকায় দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করায়  সাংবাদিকের বিরদ্ধে প্রতিহিংসা মূলক মামলা প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

 ভালুকা (মমমনসিংহ) প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করার দৈনিক যুগান্তরের জহিরুল ইসলাম জুয়েল, দৈনিক নয়া দিগন্ত আসাদুজ্জামান ফজলু,দৈনিক  মানব কণ্ঠ শফিকুল ইসলাম ও গ্রোবাল টিভির প্রতিনিধি শাহিদুজ্জামান সবুজসহ চার সাংবাদিকের বিরুদ্ধে  ভালুকা বনবিভাগ কর্তৃক প্রতিহিংসা মূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন হয়েছে।

স্থানীয় সাংবাদিকদের আয়োজনে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ভালুকা বাসট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা ও উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, ভালুকা রেঞ্জের  বিট অফিসার আনোয়ার হোসেন ও হারল অর রশিদ এর বিরুদ্ধে নানান অনিয়মের সংবাদ প্রচার করায়  ও প্রতিহিংসা মূলক  এ মামলা করেন। সাংবাদিকরা সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ তৈরি করে এ ধরনের নানা গণমাধ্যমে কন্ঠ  বোধের অপচেষ্টাও বলে অভিযোগ করেন অরা। দুর্নীতি বাচরা  বারবার সাংবাদিকদের কন্ঠ বোধের চেষ্টা করলেও সফর হয়নি বলেও বক্তরা বলেন। সেই সাথে মামলা প্রত্যাহার সহ দুর্নিতিবাজ ভালুকায় বন কর্মকর্তাদের বিরুদ্ধে  শান্তির দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com