ডুয়েটে চান্সপাওয়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর 

মোঃ মাসুম রানা : “বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর” এর আয়োজনে এবং “শিন শিন গ্রুপ” এর পৃষ্ঠপোষকতায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সদ্য চান্সপ্রাপ্ত ‘গাংচিল’ এর চারজন মেধাবী সদস্যকে শিক্ষা বৃত্তি (ভর্তি ফি) প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরো মেধাবী শিক্ষার্থীদের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। আজ ১১ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় শিন শিন গ্রুপের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এই উদ্যোগের মাধ্যমে “গাংচিল” ও “বৃহত্তর চট্টগ্রাম সমিতি, গাজীপুর”-এর সম্পর্ক আরও দৃঢ় ও অর্থবহ হয়ে উঠেছে।
এই মহতী আয়োজনের জন্য “গাংচিল” পরিবার এর পক্ষ থেকে”বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর” সভাপতি ও “শিন শিন গ্রুপ”-এর চেয়ারম্যান সোহেল সাদাত (সিআইপি মহোদয়)-কে আন্তরিক ধন্যবাদ জানাই গাংচিল পরিবার। তিনি আরো জানান গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সকল প্রকার সহযোগিতা করবেন। যারা ভালো ফলাফল করবেন তাদের জন্য রয়েছে শিন শিন গ্রুপ সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মেধা অনুসারে চাকরির সুযোগ।

এ আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন শিন শিন গ্রুপের পরিচালক মোহাম্মদ আবু সাদাত, উপদেষ্টা জাহিদ হাসান ও এইচআর এর প্রধান মো. ওবায়দুল হক, আরো উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম-সমিতি-গাজীপুর-এর সহ-সাধারণ সম্পাদক ১ মো. শাহাজাহান, সহ-সাধারণ সম্পাদক ২ আহমদ হোসেন ও
অর্থ সম্পাদক মো. শাহনেওয়াজ তানভীর।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন, গাংচিল-এর সাবেক সভাপতি মো. মিনহাজুল আলম রাহাত, বর্তমান সভাপতি মোহাম্মদ আল সাজেদ ও সাধারণ সম্পাদক মো. আমিরুল হক সহ অন্যান্যরা। এই ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা আগামী ও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com