নীলফামারীতে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ ইসমাইল হোসেন (নীলফামারী প্রতিনিধি): বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা মহিলা দলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে জেলা মহিলা দলের আয়োজিত এ অনুষ্ঠানে মহিলা দলের নেত্রীবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নারী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক নাসরিন আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের প্রচার সম্পাদক বাবলি বেগম, কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোসলেমা বেগম, ইটাখোলা ইউনিয়নের মহিলা দলের সভানেত্রী হুমায়রা আক্তার, চওড়া বড়গাছা ইউনিয়নের সভানেত্রী গোলাপী খাতুন প্রমুখ।

সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল বলেন,”বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘ ৪৭ বছর ধরে দেশের নারী সমাজকে সংগঠিত করে নারী অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম, এবং তারেক রহমানের নেতৃত্ব আমাদের পথ দেখায়। এই দুঃসময়েও নারীরা পিছিয়ে নেই। তারা রাজপথে, সভা-সমাবেশে এবং ঘরে-বাইরে সক্রিয়ভাবে অবদান রাখছে।”

তিনি আরো বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সংগ্রামে নারী সমাজকে আরও সোচ্চার হতে হবে।”
সাধারণ সম্পাদক নাসরিন আক্তার বলেন,”দেশে আজ মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের শাসনের অভাব এবং দুর্নীতিতে মানুষ আজ দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি আরো বলেন,”দেশ ও জনগণের মঙ্গল ও কল্যাণের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিন। কারণ ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার বিজয়। বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকারই পারে দেশের বর্তমান সংকট থেকে মুক্তি দিতে।”

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে জেলা মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্দ, সদস্য ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com