নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন

বাসস : নেপালে বিক্ষোভকারীরা আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। বিক্ষোভে অন্তত ১৯ জন নিহত হয়েছে।

নেপালের কাঠমাণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর কাঠমান্ডুর রাস্তায় বিক্ষোভকারীরা জমায়েত হয়ে আনন্দে মেতে ওঠে এবং বিজয় উদযাপন করে। এসময় সরকারি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আজ ওলির সহযোগী প্রকাশ সিলওয়াল এএফপি’কে জানান, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন।’

গতকাল সোমবার কাঠমাণ্ডু ও নেপালের অন্যান্য অংশে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতি মোকাবিলার দাবিতে তরুণ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এসময় সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং আহত হয়েছে ১০০ পুলিশসহ ৪০০ ছাত্র-জনতা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com