সাভারে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে গুরুতর আহত

রোমান হোসেন, সাভার : ঢাকার সাভারের রাজফুলবাড়ীয়া এলাকার ভরারী গ্রামে বসা কে কেন্দ্র করে  কথা কাটাকাটির জেরে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত। গত শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের রাজফুলবাড়ীয়া ভরারীএলাকায় বসাকে  কেন্দ্র করে এই ঘটনা ঘটে। কথকাটাকাটির জেরে রুকুনুজ্জামান (২৩)কে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় তার শ্বশুর মোঃআসলাম  সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর পরিবারের দাবি, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং পূর্বশত্রুতার জের ধরেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।স্থানীয় মোসা. রিতা (৩৫), তার স্বামী মোহাম্মদ হোসেন (৪২), এবং মুনতাহা (২০) আমার মেয়ের জামাইকে শনিবার বিকেল ৪টার দিকে পাশের বাসার অভিযুক্তর বাসায় বসাকে কেন্দ্র করে রুকুনুজ্জামানের স্ত্রী আমেনা আক্তার, শ্যালিকা সাদিয়া আক্তার, ও দুই ভাগ্নি রিপা ও খুকির সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গালিগালাজ ও অপমানজনক আচরণের মাধ্যমে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

পরে সন্ধ্যায় দিকে অভিযুক্ত রিতা নিজেই তাদের বাড়িতে কৌশলে রোকনুজ্জামান কে ডেকে নেয়। অভিযোগকারী সেখানে পৌছামাত্র রিতা ধারালো একটি চাইনিজ কুড়াল দিয়ে কিছু বুঝে ওঠার আগে  অতর্কিত ভাবে মাথায় আঘাত করতে গেলে তিনি হাত দিয়ে তা প্রতিরোধের চেষ্টা করলে আঘাত লাগে তার বাম হাতের কুনুইয়ের নিচে এবং ডান হাতের কব্জিতে। এতে তিনি মারাত্মকভাবে জখম হন।ঘটনার পর অভিযুক্ত রিতা, তার স্বামী ও মেয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয় সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, “অভিযোগপত্রটি এখনো আমার হাতে পৌঁছেনি। এটি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com