মনোহরদীতে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি। নরসিংদীর মনোহরদীর এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে শনিবার (০৬ সেপ্টেম্বর) “গাছ লাগাও – জীবন বাঁচাও” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অভ্যর্থনা, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশিত হয়। স্বাগত বক্তব্য রাখেন রোটারি নারায়ণ চন্দ্র দাস (পিপি, কাকরাইল)। রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম তুলে ধরেন রোটারি মহসিনুল (এফসিএ, প্রেসিডেন্ট ডাইনামিক)। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন রোটারি শিলা রানী দাস (প্রেসিডেন্ট, কাকরাইল)।

 বিশেষ বক্তব্য রাখেন রূপক মোড়ল  ( উক্ত প্রতিষ্ঠানের জমিদাতা) 

এছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, তাইজ উদ্দিন, মাসুদ সরকার, রূপক মোড়ল( এল,কে, ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জমিদাতা),রুহুল আমিন সৈকত,  আক্তার হোসেন (প্রধান শিক্ষক, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়), হারুনুর রশিদ (সভাপতি,  সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়।  এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের  সিনিয়র শিক্ষক নিরঞ্জন দাস এবং অন্যান্য স্থানীয় শিক্ষকবৃন্দ।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম এইচ কবির। সমাপনী বক্তব্যও তিনি প্রদান করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ শেষে সাগরদী বাইপাস রোড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন ইউপি সদস্য রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন রোটারি মোঃ আল-আমিন।

রোপণ ক্লাবসমূহ: রোটারি ক্লাব অব কাকরাইল ঢাকা ও রোটারি ক্লাব অব ঢাকা ডাইনামিক

সমন্বয়কারী ক্লাব: রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন

সহযোগিতায়: নরেন্দ্রপুর রয়েল  ক্লাব, চর আহাম্মদপুর আল ইহসান ফাউন্ডেশন, বীর আহাম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদ।
অংশীদার: বানায়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com