স্টাফ রিপোর্টার : গাজীপুরের গাছা থানা কৃষক লীগের সহ-সভাপতি আলী আকবর এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে নিজ এলাকায় কুনিয়া তারগাছ। বিগত দিনে আলী আকবরের নামে চাঁদাবাজি দখলদারিত্বসহ বিভিন্ন অপকর্মের সাথে রয়েছে বলে দাবি করেন এলাকাবাসী। ছাত্র জনতার আন্দোলনের সময় এই আওয়ামী লীগ নেতা ছাত্রদের উপর বিভিন্ন রকম হামলা করা হয় বলে দাবি করেন বিভিন্ন ছাত্র প্রতিনিধিরা।
একাধিক সূত্রে জানা যায় বর্তমানে কৃষক লীগ নেতা আলী আকবর নিজ এলাকা গাছা থানার আওতাধীন ৩৭ নং ওয়ার্ডে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এক বিএনপি’র নেতার আশ্রয় প্রশ্রয় এখনো তিনি চাঁদাবাজি দখলবাজি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত রয়েছে বলে জানান। কৃষক লীগ আলী আকবর সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ তার নিজ এলাকাবাসী।
আলী আকবর আগস্ট ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কিন্তু কৃষক লীগ নেতা আলী আকবর কার ছত্রছায়ায় এখন পর্যন্ত তার আধিপত্য বিস্তার করছে নিজ এলাকায়। প্রশাসনের ধরা ছোয়ার বাইরে এই আওয়ামী লীগ নেতা।
ছাত্র প্রতিনিধিদের দাবি একটি প্রভাবশালী মহল আওয়ামী লীগকে ব্যবহার করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং আধিপত্য টিকিয়ে রাখার জন্যই তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এ বিষয়ের গাছা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন এজাহারভুক্ত আসামি গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান।