স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া সদর উপজেলার আইলচারায় শ্রমিককল্যান ফেডারেশনের অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বড় আইলচারা বাক্সব্রীজ মোড়ে এ অফিস উদ্বোধন করা হয়। এ অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিককল্যান ফেডারেশনের কুষ্টিয়া জেলা সেক্রেটারি খায়রুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিককল্যান ফেডারেশনের কুষ্টিয়া সদর থানা সভাপতি আজমল ইসলাম, সদর থানা যুগ্ম সেক্রেটারি এ্যাড, বিশারত আলী মাষ্টার।
শ্রমিককল্যান ফেডারেশনের আইলচারা ইউনিয়নের নেতা জহর মল্লিকের সভাপতিত্বে সভায় আরোও বক্তব্য রাখেন জামায়াতের আইলচারা ইউনিয়ন সেক্রেটারী মাওলানা এনায়েতউল্লাহ, শ্রমিককল্যান ফেডারেশনের কুষ্টিয়া সদর উপজেলার মিডিয়া বিষয়ক সম্পাদক খালিদ হাসান সিপাই,শ্রমিককল্যাণ ফেডারেশনের ১নং ওয়ার্ড সভাপতি প্রভাষক ইদ্রিস আলী, ৮ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে অফিস উদ্বোধন করা হয়।