দৈনিক দিনের খবর পত্রিকার সাবেক সম্পাদক ও প্রকাশকসাংবাদিক জিল্লুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিনিধি ॥ কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দিনের খবর পত্রিকার সাবেক সম্পাদক ও প্রকাশক প্রয়াত সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লু তার জীবদ্দশায় সুস্থ ধারার সাংবাদিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। অসহায়, নিরীহ, সুবিধাবঞ্চিত মানুষের জন্য তার ত্যাগ এবং তিতিক্ষা প্রকৃত সাংবাদিকতার আদর্শ বহন করে। কালোকে কালো বলা, আর ধলাকে ধলা বলার কারনে তার উপরে বিভিন্ন সময় মামলা, হামলার মতো ঘটনা ঘটেছে। সুবিধাবঞ্চিত, নিরীহ মানুষের জন্য তার ভূমিকা কুষ্টিয়ার সাংবাদিক সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অবহেলিত মানুষের জন্য তিনি সর্বদা তার সাধ্যমত পাশে থাকার চেষ্টা করে গেছেন। সদা হাস্যজ্জল মনুষটি তার জীবদ্দশায় কখনো ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেন নি। লোভ-লালসা তাকে কখনও ছুঁতেও পারিনি। সংবাদের পিছনে ছোটা এই মানুষটি জীবনের শেষ দিন পর্যন্ত অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করে গেছেন। অন্যায়, অবিচার, জুলুমের প্রতিবাদ করতে গিয়ে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। তিনি হাসিমুখে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে গমন করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি।

আপাদমস্তক একজন পোশাদার সাংবাদিকের মৃত্যুতে কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীরা একজন প্রকৃত পেশাদার সংবাদকর্মীকে হারিয়েছে। তার এই অকাল মৃত্যু কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি। দৈনিক দিনের খবর পত্রিকাটিকে ফেরদৌস রিয়াজ জিল্লু সন্তানের দৃষ্টিতে আগলে রেখেছিলেন। তার অবর্তমানে তার সন্তানতূল্য দৈনিক দিনের খবর পত্রিকাটির প্রকাশনায় তার তৈরী করা পরিচালনা পরিষদ পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রেখেছেন। তার তৈরী করা পরিচালনা পর্ষদ সন্তানের মত একইভাবে তিনি আগলে রেখেছিলেন। তারাই ফেরদৌস রিয়াজ জিল্লুর সন্তানতুল্য পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রেখেছেন। পত্রিকাটির বর্তমান প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, এই পত্রিকার পরিচালনা পর্ষদের সাথে আমরা দীর্ঘদিন জড়িত। আমাদের অভিভাবক, আপাদমস্তক একজন সাংবাদিক ছিলেন ফেরদৌস রিয়াজ জিল্লু। দৈনিক দিনের খবর পত্রিকাটিকে তিনি তার নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন। তার মৃত্যুতে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যাবে এটা কোনোভাবেই কাম্য ছিলো না। আমরা পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখার জন্য সকল নিয়ম কানুন মেনে নিয়মিতভাকে প্রকাশনা কার্যক্ষম অব্যাহত রেখেছি। দৈনিক দিনের খবর পরিচালনা পর্ষদের সকল সদস্যের সম্মতিক্রমে এই অঞ্চলের পাঠকনন্দিত পত্রিকাটি পাঠকের হাতে পৌঁছাচ্ছে। এটি আমাদের অনেক বড় পাওয়া। বস্তুনিষ্ঠ সংবাদ এবং আমাদের পাঠকদের সংবাদের চাহিদা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

এ ব্যাপারে তিনি দৈনিক দিনের খবর পরিচালনা পরিষদের সকল সদস্য, পাঠক ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এক ঝাঁক তরুন সাংবাদিকের পরিশ্রমে এই অঞ্চলের বহুল প্রচারিত দৈনিক দিনের খবর পত্রিকাটি সকল শ্রেণীর পাঠকের সংবাদের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে বলে জানান পত্রিকাটির পাঠক সমাজ। উল্লেখ্য, ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ফেরদৌস রিয়াজ জিল্লু হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা রইচ উজ্জামান মিঞা দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরে বসবাস করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com