গাইবান্ধা প্রেসক্লাবের প্রায়ত সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর স্মরণসভা

আনোয়ার হোসেন রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা প্রেসক্লাবের প্রায়ত সাধারণ সম্পাদক, বরেণ্য সাহিত্যিক আবু জাফর সাবুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১লা সেপ্টেম্বর) বেলা ১১ টায় গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আলোচনা করেন গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সভাপতি অমিতাভ দাস হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা,সহ-সভাপতির রেজাউন্নবী রাজু, শফিউল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন প্রমুখ।
আমন্ত্রিত অতিথি—কবি ও লেখক মমতাজ বেগম, সংস্কৃতিকর্মী কামরুজ্জামান চাঁন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য খায়রুল ইসলাম,আরিফুল ইসলাম বাবু ও সাংবাদিক কার্তিক চন্দ্র বর্মন।

বক্তারা প্রায়ত সাংবাদিক,সাহিত্যিক আবু জাফর সাবুর দীর্ঘ কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, প্রায়ত সাংবাদিক,সাহিত্যিক আবু জাফর সাবু করণয় আক্রান্ত হয়ে ২০২১ সালের ২৯ শে আগস্ট বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং সেই সঙ্গে তিনি গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদেও দায়িত্বরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com