গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় বিএনপি’র ৩১’দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

বিপ্লব হোসেন : ১৩ জুলাই ২০২৩ইং তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক সু-শৃঙ্খল দেশ গঠনে
‎জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ভুয়াপুর ও গোপালপুরে পথ-সভা এবং  লিফলেট বিতরণ করলেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এড মোঃ আব্দুস সালাম পিন্টু।

‎শনিবার (৩০’আগস্ট) ২০২৫ ই বেলা সাড়ে বারটার সময় প্রথমে ভূয়াপুর উপজেলা শহরের শহীদ জিয়া কলেজ গেইট এলাকায় এ পথ-সভা ও লিফলেট বিতরণ করা হয়। এরপর বিকেল পাঁচটার দিকে গোপালপুর উপজেলার থানা রোড থেকে শুরু করে গোপালপুর বাজারে দূর-দূরান্ত থেকে বাজার করতে হাটে  আসা সাধারণ মানুষদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্বনাব তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট পৌঁছে দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু-সহ বিএনপির নেতৃবৃন্দ।

‎এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,‎ ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সহ সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সাধারণ সম্পাদক, সেলিম উজ্জামান সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, খন্দকার গিয়াস উদ্দিন,রঞ্জু মন্ডল,উপজেলা ছাত্র দলের সভাপতি আলমগীর হোসেন, ইব্রাহীম খাঁ কলেজ শাখা ছাত্র দলের সভাপতি সুজন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন,গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান,গোপালপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আবু ঈসা মুনিম,

‎উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন,পৌর যুবদলের আহ্বায়ক সিটি মামুন,উপজেলা ছাত্র দলের সভাপতি রোমান,ছাত্র নেতা পিয়াস,সুমন ও জাহিদ-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পথ-সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। বিগত কয়েকটি নির্বাচনে দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। দীর্ঘ ১৬টি বছর জেল-জুলুম, নির্যাতন, ত্যাগ-তিতিক্ষা ও আন্দোলনের মধ্যদিয়ে ২৪ এ এসে একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে আমরা  সক্ষম হতে পেরেছি।

তিনি আরও বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব,তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের রূপরেখা প্রনয়ণ করেছেন। এই রূপরেখা বাস্তবায়নে সকল জনগনকে পাশে থাকার আহ্বান  জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com