মনোহরদীতে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করা হয়।

উপজেলার বড়চাপা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে (২৮শে আগস্ট) বৃহস্পতিবার বিকেলে বড়চাপা বহুমুখী  উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  বড়চাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলজার হোসেন গুলশান এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মুস্তাকিম মিরাজ এর সঞ্চালনায়,

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) ও সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সাবেক ভিপি ও উপজেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক কামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন গোলাপ, ইউনিয়ন বিএনপি নেতা সারোয়ার হোসেন কানন, ফারুক আহমেদ, নাজমুল আলম, আনোয়ার হোসেন মোবারক,। আব্দুর রউফ বকুল, আফাজ উদ্দিন কিরন, উসমান ডিলার, নুরুল ইসলাম সহ আরো অনেকে।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিএনপি নেতা আলী হোসেন, রিপন শাহ, শাহজাহান, কাইয়ুম, মোঃ শরীফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com