সাভারে ডিবির অভিযানে ডাকাত চক্রের ৫ সদস্য আটক

রোমান হোসেন সাভার : সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি)পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তর করে।

গতকাল বুধবার (২৭আগস্ট)রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর  রেডিও কলোনি এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।  এ সময় তাদের কাছে থাকা খেলনা পিস্তল, চাপাতি ও লোহার রডসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করে।

বৃহস্পতিবার ২৮আগস্ট সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলো— নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার উজান গোপিন্দ পশ্চিমপাড়ার সামান মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২৭), ঢাকার ধামরাই থানার কুরংগী এলাকার ফজল মিয়ার ছেলে সুজন মিয়া (৩০), মানিকগঞ্জ সদর উপজেলার নারিকুল্লি আটিগ্রামের পরান বেপারীর ছেলে চাঁন মিয়া (২৭), একই এলাকার মৃত নূর হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের উজ্জ্বল শেখের ছেলে হৃদয় (২৫)।

  উত্তরের ডিবি পুলিশের ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে সোহাগ মোল্লা ও সুজন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com