লালপুরে ইসলামী ছাত্রশিবির লালপুর উপজেলা শাখা। কর্তৃক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

‎ইউসুফ হুসাইন লালপুর ( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালপুর উপজেলা শাখা।

‎২৪ আগস্ট (রোববার) সকাল ৯টায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়াম হলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং পশ্চিম শাখা সভাপতি মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহকারী শিক্ষা সম্পাদক জাবেদুল ইসলাম মনি, নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব এবং লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এলাকার মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে লালপুর উপজেলার প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com