ডেস্ক রিপোর্ট : পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকবে এটা রাজনৈতিক সৌন্দর্য, কিন্তু সবাই মিলে সব সমস্যা সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “জনগণের উত্তরণের যাত্রা সহজ নয়। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের নিত্যনতুন শর্ত ও প্রস্তাবনা জনমনে প্রশ্ন সৃষ্টি করছে।”
তারেক রহমান অভিযোগ করেন, “সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে এমন ভেবে ‘পলাতক স্বৈরাচার’ নানা ষড়যন্ত্র করছে।” তিনি আরো বলেন, “কিছু পক্ষও বিএনপি ঠেকানোর রাজনীতি করছে।”
তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, “যারা বিএনপির বিজয় ঠেকাতে নানা শর্তের বেড়াজালের কথা বলছেন তাদের বলব, রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।”
নির্বাচন পদ্ধতি নিয়ে মত প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয়। পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকলেও সেটিই রাজনৈতিক সৌন্দর্য। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সংকট সমাধান সম্ভব।”
তিনি সতর্ক করে দেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন পর্যায়ে নেওয়া যাবে না যাতে করে ‘পলাতক স্বৈরাচার’ সুযোগ পায়।”
ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে রাজনীতি করতে না পারে সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন কামনা করেন।